নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ৩,সেপ্টেম্বর :: বিধান ভবন ভাংচুরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনাটির তদন্তে নামার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক প্রমাণ হাতে পেয়েছিল তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, ভাংচুরের ঘটনার মূল প্ররোচনায় এবং পরিকল্পনায় রাকেশ সিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা।
অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই গ্রেপ্তারি। তবে শাসকদল বলছে, আইনের পথে এগোচ্ছে গোটা বিষয়।