নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৩,জানুয়ারি :: আজ থেকে শুরু হলো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুষ্প প্রদর্শনী। প্রত্যেক বছরের মত চলতি বছরেও জাঁকজমক করে অনুষ্ঠিত হচ্ছে পুষ্প প্রদর্শনী। ডালিয়া, গাঁদা থেকে আরম্ভ করে বিভিন্ন ফুলের বাহার রয়েছে এই পুষ্প প্রদর্শনীতে।
এছাড়া আরো রয়েছে শাকসবজি ও ফলমূল। ২৩ শে জানুয়ারি থেকে শুরু করে এই পুষ্প প্রদর্শনী চলবে আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন এই পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে চারদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
থাকছে কচিকাচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন পুষ্প প্রদর্শনী উপলক্ষে বিধান মার্কেট চত্বরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনেকেই এসে সংশ্লিষ্ট রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।

