নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: গতকাল নৈহাটিতে দলীয় এক সভায় অস্ত্র নিয়ে মন্তব্য করেন বিধায়ক মদন মিত্র,সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, মদন মিত্র ও মন্ত্রিসভার কোনও সদস্য নন,মদন মিত্র কে ?
 আর এই প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র ফিরহাদ হাকিমকে একহাত নিলেন,মদন মিত্র বলেন,আমার ছোট ভাই ববি তোরও যেমন নারদা আছে আমারও তেমন নারদা আছে, আমরা একসাথে গ্রেফতার হয়েছিলাম,মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরে আপনি তৃণমূল দলের এক প্রভাবশালী মন্ত্রী,আপনি বলেছেন কে মদন মিত্র ?
আর এই প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র ফিরহাদ হাকিমকে একহাত নিলেন,মদন মিত্র বলেন,আমার ছোট ভাই ববি তোরও যেমন নারদা আছে আমারও তেমন নারদা আছে, আমরা একসাথে গ্রেফতার হয়েছিলাম,মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরে আপনি তৃণমূল দলের এক প্রভাবশালী মন্ত্রী,আপনি বলেছেন কে মদন মিত্র ?
আমি রাস্তা দিয়ে যাচ্ছি আপনার কথা শুনে যদি আমার গাড়ি ভাঙচুর করে দেয় ? মমতা ও অভিষেকের পরে আপনার হুকুমে দল চলে ।

