বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই। সৌজন্যেঃ ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ – ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিলেন কেউ বা কারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১১,এপ্রিল :: বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই। সৌজন্যেঃ ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ। শুক্রবার সাত সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিলেন কেউ বা কারা।

যদিও পোস্টারে নিচে লেখা রয়েছে সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ। তবে সত্যি সত্যিই বিজেপির সদস্যরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে।

তবে ধোঁয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার দেখা পাওয়া যায়নি।

শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা

তাই হয়তো তাই তার দলের কর্মীরাই এই পোস্টার মেরেছেন। বিধায়িকার সন্ধান চাইছেন। এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।

তিনি কটাক্ষের সুরে বলেন, ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা সত্য সত্যই নিখোঁজ ছিলেন। লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতাকর্মীরাও তাকে কাছে পাননি।

সেই কারণেই বিজেপি দলের কর্মীরা এই পোস্টার মেরেছেন। যা বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 6 =