নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: শুক্রবার ২৯,নভেম্বর :: শুক্রবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল বাজারের বেশ কয়েকটি দোকান। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখছে ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত লক্ষীকান্তপুর বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়।
এরপর স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছালে সেই আগুন মুহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে যায়। এরপর স্থানীয়রা খবর দেয় মন্দির বাজার থানাতে এবং দমকলকে।
ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দমকলের একটি ইঞ্জিনের ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকেরা।