নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মৌসুনি দ্বীপ :: রবিবার ২২,ডিসেম্বর :: পর্যটনের মরশুমে সপ্তাহের শেষ দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি কটেজ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শনিবার বিকালে নাগাদ নামখানা ব্লকের অন্তর্গত মৌসুনি দ্বীপে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মৌসুনি দ্বীপের খুশি হোমস্টে নামে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় পর্যটকেরা। এরপর আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে প্রাণভয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তড়িঘড়ি ওই কটেজ থেকে বেরিয়ে যায় পর্যটকেরা। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আগুনের লালিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ কটেজ টিকে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, মৌশুনি দ্বীপের একাধিক কটেজে নেই কোন দমকলের অনুমোদন। নেই কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা। এই অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক কটেজকে সতর্ক করা হয়েছে এবং অনেক কটেজগুলিকে বন্ধ করে দেয়া হয়েছে।
কিন্তু পর্যটনের ভরা মৌসুমে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠেছে। যদিও এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে খবর সংগ্রহ করতে গেলে কটেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বাধা দেয়ার অভিযোগ ওঠে।
এই অগ্নিকাণ্ডের বিষয় স্থানীয় থেকে শুরু করে কটেজ মালিক কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কিছু মন্তব্য করেনি। এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে ব্লক প্রশাসন।