সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বাংলার মেয়ে চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক এই নামটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তার অসামান্য কীর্তি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়। পিয়ালী বসাকের এই অসামান্য কীর্তি এবং প্রতিভা দেখেই চারদিকে শুধু তার নামে জয় জয়কার।
২০১৮ সালে মানাসলু শৃঙ্গে পা রেখে একটা ইতিহাস গড়ে তুলেছিল। কিন্তু এখন এভারেস্ট জয় তার সবথেকে অনন্য কীর্তি এবং সবচাইতে সাহসী পদক্ষেপ। শুক্রবার বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে চন্দননগর বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে পিয়ালী বসাককে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান আয়োজিত করে পিয়ালী বসাককের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন , চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রশাসক প্রলয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।