নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ৫,অক্টোবর :: পূর্ব বর্ধমানের, মেমারিতে চাঞ্চল্যকর ঘটনায় প্রাণ হারাল এক অষ্টম শ্রেণির ছাত্রী। রবিবার দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার মেমারি রসুলপুর উত্তর বাজার এলাকায় মর্মান্তিকভাবে আত্মঘাতী হয় বৈদোডাঙ্গা গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বর্ষা মণ্ডল বয়স ১৫বছর।পরিবার সূত্রে জানা গেছে, অষ্টমীর দিন বাড়িতে না জানিয়ে বর্ধমান শহরে পুজো দেখতে গিয়েছিল বর্ষা। বাড়ি ফেরার পর ওই ঘটনা নিয়ে বাবা-মায়ের সঙ্গে বচসা হয়। শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
দুপুর প্রায় ১টা থেকে ১.৩০টার মধ্যে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।