সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৩০,জুলাই :: গতকাল সিটি অটোচালকরা পিসি মিতাল বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ ছিল বিনা নম্বরে টোটোর যাতায়াত বেড়েছে পাশাপাশি, প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট রুট অনুযায়ী টোটো চলাচলের কথা বলা হলেও তারা রুট ভাঙছেন।সিটি অটোর চালকরা এই সমস্যার সমাধান চান এই নিয়েই তারা গতকাল আন্দোলন করেছিলেন। এদিন বিশাল সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশের তরফ থেকে অভিযান করা হয়।
বিনা নম্বরের টোটো পাশাপাশি যে সমস্ত টোটো গুলি রুট ভাঙছে সেই টোটো গুলোকে পাকড়াও করে ট্রাফিক পুলিশ। সেই সমস্ত টোটো চালকদের অবগত করে ট্রাফিক পুলিশ যেন তারা নির্দিষ্ট নিয়ম মেনে টোটো চালায়।