সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বজ বজ :: তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা। আজ তা আবারও প্রমাণ মিলল। বুধবার রাজ্যে ১০৮ পৌরসভার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল। মনোনয়নপত্র জমা কে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও বা বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ ২৪ পরগনা বজ বজ পৌরসভা দখল নিল ঘাসফুল শিবির। বজ বজ পৌরসভা মোট ২০ টি ওয়ার্ড রয়েছে। এদিন দুপুর তিনটে পর্যন্ত ২০ টি ওয়ার্ডের মধ্যে ১৩ ওয়ার্ডে কোন বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা পড়ল না। ফলস্বরূপ বিনা প্রতিদ্বন্দিতায় বজ বজ পৌরসভা দখল নিল তৃণমূল। ম্যাজিক ফিগার ১১।
ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়ায় পৌরসভা নিজেদের দখলে ধরে রাখতে পারল ঘাসফুল শিবির। বিকেলে প্রতিটি ওয়ার্ডে কর্মী-সমর্থকদের সঙ্গে বিজয় উৎসবে মেতে উঠেছে তৃণমূল প্রার্থীরা।
বিজ্ঞাপন
বজ বজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আকাশে উঠছে সবুজ আবির। তৃণমূলের প্রার্থীদের দাবি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। প্রার্থী না দেওয়ার কারণ হিসাবে বিরোধীরা অভিযোগ করছে, পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের সময় শাসক দলের নেতা কর্মীরা যেভাবে সন্ত্রাস চালিয়েছিল বিরোধী দলগুলোর ওপর তা বাংলার মানুষ দেখেছে। বেশকিছু ওয়ার্ডে আমাদের প্রার্থীদের ওপর প্রাণনাশের হুমকি দিয়েছে শাসক দলের নেতা কর্মীরা।
প্রার্থীরা ভয়ে নমিনেশন জমা করতে পারেনি। বিরোধীদের সকল অভিযোগ উড়িয়ে দিয়ে শাসক শিবিরের মন্তব্য, বাংলার মানুষ তৃণমূলের বিভিন্ন প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই পাচ্ছে। বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে চিন্তিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হলেও বাংলার মানুষ দুহাত ভরে তৃণমুলকেই আশীর্বাদ করতো। বজ বজের মানুষজনকে আগামী পাঁচ বছর সেবা করার জন্য আমরা বদ্ধপরিকর। বজবজের মানুষকে ধন্যবাদ।