নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েসিসের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের সহযোগিতায় বর্ধমান শহরে পুলিশ লাইনে অনুষ্ঠিত হলো বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা ও দন্ত পরীক্ষা শিবির রবিবার। প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন।
এই শিবিরে পুলিশ কর্মী সহ বিভিন্ন সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পুলিশ কর্মীরা প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে হয়তো নিজের স্বাস্থ্যের খোঁজ রাখেন না। তাই মূলত পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এই শিবির করা হয়েছে। ওয়েসিসের সহ-সভাপতি ডক্টর অমর্ত্য মজুমদার বলেন, আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মূলত পুলিশ কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এই পুলিশ কর্মীরাই সজাগ থেকে আমাদের জন্য প্রতিনিয়ত নিজেদের ডিউটি করে যাচ্ছেন। জেলা পুলিশ সুপার এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির আমরা করতে পেরেছি। শুধুমাত্র শারীরিক নয় মানসিক বিভিন্ন দিক থেকেও তা হয়তো আমাদের কাজ করতে গিয়ে সেই সময়টুকু দিতে পারেন না। তাই এই ব্যবস্থা করতে পেরে আমাদের সত্যিই ভালো লাগছে