নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: সোমবার ১৮,আগস্ট :: বিনীত গোয়েলের পর এবার মনোজ ভার্মা দায়িত্ব নিয়েছিলো। মানুষের এবং বিজেপির বাধায় পিছু হটতে বাধ্য হয়েছে প্রশাসন। পুলিশের উপর আস্থা হারাচ্ছে রাজ্যের মানুষ।
যেকোনো ঘটনা ঘটলেই পুলিশ ধামাচাপা দিতে চাইছে।নার্সের অস্বাভাবিক মৃত্যুর পোস্টমর্টেম শ্রীরামপুর হাসপাতালে না করে কোলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কারন কি ? প্রশ্ন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।
তবে প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারানোতেই কেন্দ্রীয় সংস্থা AIMS তে তদন্ত করতে চেয়েছে পরিবার। তিলোত্তমার ঘটনার সাথে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মিল রয়েছে দাবী অর্জুনের।