নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ১৯,জুন :: বিপজ্জনক দুর্বল সেতু বন্ধ করায়, যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের, সমস্যায় গ্রামবাসীরা।অতি দ্রুত সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের। ধূপগুড়ির গধেয়ারকুঠি টুকলিমারী এলাকায় জেলা পরিষদের রাস্তার উপর দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে এই সেতুটি।
সেতুটি নিচের দিকে অনেকটাই বসে গিয়েছে।দুর্ঘটনার আশঙ্কায় সপ্তাহখানেক আগে এই সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলা পরিষদের এই রাস্তা দিয়ে এই সেতু পেরিয়ে বহু মানুষ ও যানবাহন চলাচল করে এই রাস্তায়।
আশেপাশের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগের মাধ্যম এই রাস্তা।বিপজ্জনক সেতুটি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়ছে বহু মানুষ। সেজন্য অনেককে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এই সেতু কবে সংস্কার হবে তা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা।
অতি দ্রুত সেতু তৈরি না করা হলে যেকোনো সময় জরুরি পরিষেবার ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হবে। গ্রামবাসীদের দাবি,যেহেতু এর পাশে বিকল্প কোন রাস্তা নেই সেজন্য অতি দ্রুত যাতে এই সেতুটি মেরামত করে এই রাস্তায় যাতায়াত শুরু করা যায়।
ওই এলাকায় পরিদর্শনে গিয়ে জেলা পরিষদের সদস্যা মমতা বৈদ্য সরকার জানিয়েছেন, সমস্যা জানতে পেরে ইঞ্জিনিয়ারকে চিঠি এবং ছবি পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব কাজ করে দেওয়া হবে।