কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: মালদা জেলা কিউ আর টি সহযোগিতায় গাজোল ব্লক বিপর্যয় মোকাবেলা দপ্তরের উদ্যোগে বিপর্যয় মোকাবেলা নিয়ে একদিনের ট্রেনিং অনুষ্ঠিত হয় গাজোলের বাবুপুর অঞ্চলের বাবুপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে।
বিপর্যয় বলে আসেনা হঠাৎ হয়ে যায় তাই বিপর্যয় কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয় নিয়ে সচেতন করা হয় এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। গাছ থেকে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হবে ,জলে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হবে ,আগুন লাগলে কিভাবে মোকাবেলা করতে হবে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা করা হয়।
কিভাবে উদ্ধার করা যায়, তারা হাতে কলমে দেখান ছাত্র-ছাত্রীদের। উপস্থিত ছিলেন গাজোল ব্লক বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত ও মালদা জেলার কিউ আর টি আধিকারিক ও কর্মীবৃন্দ এবং বাবুপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ।