নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ২০,ডিসেম্বর :: অবৈধ বাজীর অভিযানে নেমেই বড়সড় সাফল্য পুলিশের। রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। জানা গেছে ধৃত যুবকের নাম কমল মাইতি। বাড়ী কাঁথি থানায় ধর্মদাসবাড় এলাকায়।
এই বিষয়ে কাঁথি থানায় সাংবাদিক বৈঠক করেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার ( গ্রামীণ ) শুভেন্দ্র কুমার। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহাকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দাঁ ও কাঁথি টাউন অফিসার প্রণব বেরা সহ অন্যান্য পুলিশের আধিকারিকেরা।
উদ্ধার হওয়া বাজী’র ওজন ২১০০ কেজি। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। কোথা থেকে বাজিগুলি নিয়ে আসা হয়েছিল? গোডাউনে মজুত রেখে অন্য কোথাও পাচারে পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে?