নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রাস্তায় হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপানো হয় এক ব্যবসায়ীকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের পুখুরিয়ার চৌদুয়ার এলাকার ঘটনা। ঘটনার পর জখম ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন।এদিকে অভিযুক্ত মোহাম্মদ সোনুকে গ্রেফতার করার সাথে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পাঠালো পুখুরিয়া থানার পুলিশ।
ঘটনার পর জখম ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন।এদিকে অভিযুক্ত মোহাম্মদ সোনুকে গ্রেফতার করার সাথে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পাঠালো পুখুরিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তি তফিজুল হক ইংরেজবাজারের সোউলপুরের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। সোমবার ব্যবসার কাজে তিনি চৌদুয়ার এলাকায় যান। সেখানে তাকে দেখতে পেয়ে হাঁসুয়া নিয়ে ঝাঁপিয়ে পড়েন মহম্মদ সোনু।
এলোপাথারি হাঁসুয়ার কোপে মাথা-সহ শরীরের একাধিক জায়গায় কেটে যায়। বাধা দেওয়ার চেষ্টা করায় তফিজুলের দুই হাতও কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবৈধ সম্পর্কের জেরে এই ধরনের হামলা বলেই জানা গেছে।

