নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৯,ডিসেম্বর :: বিভিন্ন কাজের টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজিব মন্ডল।
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুজা হাঁসদার বিরুদ্ধেই একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। মালদা জেলাশাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন। নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন । বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে ।
বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এসব বিষয়ের এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাঁসদা অবশ্যই এব্যাপারে কোনরকম মন্তব্য করেন নি।