বিভিন্ন জায়গায় দামোদর নদের তীরবর্তী এলাকায় ভিড় জমিয়েছেন পিকনিক বা চড়ুইভাতী প্রেমী মানুষেরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সদরঘাট, পাল্লা রোড, জামালপুর সহ বিভিন্ন জায়গায় দামোদর নদের তীরবর্তী এলাকায় ভিড় জমিয়েছেন পিকনিক বা চড়ুইভাতী প্রেমী মানুষেরা।

পুরনো বছরের শেষ নতুন বছরের শুভ আরম্ভের মুহূর্তে এদিন দেখা গেল দামোদর তীরবর্তী এলাকায় কোথাও নাচে গানে আড্ডায় মেতে উঠেছেন অনেকেই, আবার কোথাও দেখা গেল রান্নার চূড়ান্ত ব্যস্ততা। নাচ, গান, আড্ডা ও খাওয়া দাওয়া সবমিলে মজার মধ্যে দিয়ে বছরের শেষ দিন পালন করছেন ৮ থেকে ৮০।

কেউ বা বন্ধু বান্ধবীদের সঙ্গে, কেউ বা সপরিবারে হাজির হয়েছেন বছরের এই দিনটি মজার মধ্যে কাটাতে। শীতের দিনে মিষ্টি রোদ গায়ে মেখে চলছে পিকনিক বা চড়ুইভাতীর চূড়ান্ত প্রস্তুতি।

প্রত্যেক বছরই দামোদরের পাশে পর্যটকরা এসে ভিড় করেন, এই বছরেও সকাল থেকে দেখা গেল একই ছবি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় করা হয়েছে পোস্টারিং যাতে জলে কেউ না নামেন।পাশাপাশি সজাগ রয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =