সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৫,জুলাই :: শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শিলিগুড়ি পুরনিগম চূড়ান্তভাবে ব্যর্থ — এই অভিযোগ তুলে বৃহস্পতিবার
হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবন থেকে শিলিগুড়ি পৌর নিগম পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। এরপর পুরনিগমের সামনে বেশ কিছুক্ষণ অবস্থানে বসেন তারা। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ বাম নেতৃত্বরা ।