নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: অনেক দিনের দাবী অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের। বিভিন্ন আধিকারীদের কাছে বারবার দাবি জানানো সত্বেও দাবি পূরণ না হওয়ায় চাকা জ্যামের ডাক দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল।
বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত রাজ্যব্যাপী এই আন্দোলনের শুরু হয়েছে । আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
ওই সংগঠনের ঘাটাল মহকুমার সহ সভাপতি রাম পদ কিসকু বলেন আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে বলা সত্বেও অল চিকি ভাষার শিক্ষক নিয়োগ হয়নি এবং স্কুলগুলিতে এখনো ওই ভাষায় বই প্রদান করা হয়নি।
অবিলম্বে শিক্ষক নিয়োগ, অলচিকি ভাষায় বই প্রদান সহ ১১ টি দাবির ভিত্তিতে আমরা ৪ জানুয়ারি বুধবার চাকা জ্যামের ডাক দিয়েছি।