নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ২,জুন :: মাথাভাঙ্গা থানার বড় সাফল্য।বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো মাথাভাঙ্গা থানার পুলিশ।জানা গেছে এদিন মোট ১৫ জনের হাতে এই মোবাইল ফোন গুলি তুলে দেওয়া হয়।আর এতে পুলিশের ভুমিকা নিয়ে বাহবা জানিয়েছেন সকলেই।
এদিন মাথাভাঙ্গা থানার হলঘরে ডাকা হয় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকদের।তারপর তাদের হাতে মোবাইল ফোন গুলি তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার,আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ কর্তারাও।
মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন মাথাভাঙ্গা থানায় সাইবার ক্রাইম সেল রয়েছে যেখানে নির্দিষ্ট একজন অফিসার রাখা হয়েছে।তিনি তার টিম নিয়ে খুব সুন্দর ভাবে কিছু করেন যেখানে দেখা যায় অভিযোগ জানানোর ১ দিন ২ দিনের মধ্যেও কিছু মোবাইল উদ্ধার করতে তারা সক্ষম হয়েছেন।সেই মতো আজ উদ্ধার হওয়া ১৫ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।এদিকে হারানো মোবাইল ফোন পুনরায় ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকেরাও