নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেশন থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল মোবাইল ফোন,ফোনের মালিকদের হাতে ফিরিয়ে দিল রানাঘাট জিআরপি পুলিশ। জিআরপি সূত্রে খবর, ডিসেম্বর মাসে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ও বিভিন্ন স্টেশন থেকে প্রায় ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করে জিআরপি। এরপরে প্রত্যেক মোবাইল ফোনের মালিকদেরকে খবর দেওয়া হয়।
আগে পাঁচটি মোবাইল ফোন দেওয়া হলেও, আজ ২১ টি মোবাইল ফোন তুলে দেওয়া হয় মালিকদের হাতে। যদিও মোবাইল ফোন হাতে পেয়ে খুশি প্রত্যেকেই। জিআরপির উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন স্টেশন গুলিতে যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে যেমন মোবাইল ফোন চুরি হয় তেমনি অনেকেই হারিয়ে ফেলেন।
আমাদের কাছে যখন অভিযোগ জমা পড়ে তখনই আমরা চেষ্টা করি মোবাইল ফোনগুলি উদ্ধার করার। তার জন্য অত্যাধুনিক প্রযুক্তি যেমন ব্যবহার করা হয় তেমনি চোরা কারবারিদের চিহ্নিত করে আইনআনুগ ব্যবস্থা নেয়া হয়। যদিও প্রত্যেকটি রেল স্টেশনে সিসি ক্যামেরা লাগানো থাকলেও জিআরপি পুলিশের কড়া নজরে থাকে প্রত্যেকটি স্টেশন।