নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: সোমবার ৪,আগস্ট :: বিভিন্ন হিন্দু সংগঠন গুলির ডাকে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘায় ‘হিন্দু ঐক্য যাত্রা’ য় পা মেলালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওল্ড দীঘা বাইপাস বিবেকানন্দ মূর্তি থেকে নিউ দিঘার যুব আবাস পর্যন্ত হয় এই শোভাযাত্রা ।এই যাত্রায় পা মেলান সাধুসন্তরাও। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে হিন্দু সংস্কৃতি ধ্বংস এবং হিন্দুদের ওপর আক্রমণের মদত দেওয়ার অভিযোগ তুলে দীঘায় ‘হিন্দু ঐক্য’ যাত্রা করল কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি। কলকাতা হাইকোর্টের নির্ধারিত সূচি মেনে রবিবার সন্ধ্যার পর পুরানো দীঘার বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই যাত্রা শেষ হয় নতুন দীঘার যুব আবাস মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সভায় গাড়ির ওপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হিন্দুত্ব রক্ষা এবং রাজ্যে রাজনৈতিক পালাবদলের জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।