নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: হবু পাত্রীর প্রেমের সম্পর্ক জানতে পারার পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আম বাগানে গিয়ে আত্মহত্যা করে হবু পাত্র বলে পরিবারের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদাহের ইংলিশ বাজারের মোবারক পুর এলাকায়।
মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মৃত পাত্রের নাম বিনয় মণ্ডল (৩২)। বাড়ি ইংরেজবাজারের সাট্টারি মোবারকপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগেই খাস কোল এলাকার যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বিনয়ের। গত পরশু রেজিস্ট্রি করার জন্য শ্বশুরবাড়িতেও গিয়েছিল বিনয়।
বাড়ি ফিরে বিয়ের বাজার করেছিল সে। তারপরেই ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বিনয়। এরপরই তার ঝুলন্ত মৃতদেহ। পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কয়েক ঘন্টা আগে হবু পাত্রের প্রেমের সম্পর্ক জানতে পারে সে। এই নিয়ে ফোনের দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয়। আত্মহত্যা করে সে বলে জানা গেছে।