সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: রবিবার ১৩,জুলাই :: বিয়ের পিঁড়িতে বসেই কবিতা! ধ্রুব বিকাশ মাইতির ‘চোখের ভেতর মাছরাঙা’-এক কবির প্রেম, প্রতিশ্রুতি ও কাব্যিক বিপ্লব সা ধারণত আলাদা সময়ে ঘটে, আলাদা মনস্তত্ত্বে বাস করে।
কিন্তু কবি ধ্রুব বিকাশ মাইতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন,জীবনের সবচেয়ে অন্তরঙ্গ এবং আবেগপূর্ণ দিনে-নিজের বিয়ের দিনে, তিনি প্রকাশ করলেন তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘চোখের ভেতর মাছরাঙা’

কিন্তু বিয়ের সিঁদুর দানের ঠিক পরেই নতুন কাব্যগ্রন্থ প্রকাশ, যেন ভালোবাসাকে শুধু সামাজিক স্বীকৃতিতেই নয়, শব্দের শরীরে, সাহিত্যের দেহে রূপদান করলেন ধ্রুব,উৎসর্গে লেখা প্রেমের নরম উচ্চারণ বইটির উৎসর্গপত্রেই ধরা পড়ে ধ্রুবর প্রেমের পরিণতি ও প্রতিশ্রুতি।
তাঁর স্ত্রীর উদ্দেশ্যে লেখা উৎসর্গপত্রে আছে এক নীরব কাব্যিক প্রার্থনা-শিরোনাম দেখেই বোঝা যায়, এর মধ্যে একার্থে শব্দের গন্ধ লেগে আছে। স্বতন্ত্র আবহাওয়া থেকে শুরু করে নোনা হাওয়া জলা-জঙ্গল আর এশিয়ার বৃহৎ বদ্বীপের নদ-নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, সব মিলিয়ে ভিন্ন একটি অবস্থানে রেখেছে মাছরাঙাকে।