নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৯,জুলাই :: নাম পরিচয়বদল করে ওয়েবসাইটে মহিলারদের সাথে যোগাযোগ। কখনোও বিয়ের প্রতিশ্রুতি আবার কখনোও জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
অভিযুক্তের নাম মোহাম্মদ নিষাদ আলী। বজবজ এর বাসিন্দা পেশায় তিনি বিএসএফ কনস্টেবল। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউটাউনের সাপুরজি এলাকায় এইভাবে প্রতারণা করছিলেন বলে অভিযোগ।
টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করলে। পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে।
এই অভিযুক্তর বিরুদ্ধে মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ১২ বছর নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।