নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নোয়াপাড়া :: শনিবার ৩০,আগস্ট :: বিগত তিন বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশী র তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিও নেন তিনি।বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী। পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। এমনকি রতন রাজবংশী কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি আছে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা।
এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেবার হুমকিও দেন তিনি।এমনটাই অভিযোগ করছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়া পল্লীর ওই মহিলা।
তিনি আরো জানতে পারেন শুধু তার সঙ্গে নয় আরো অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে রতন রাজবংশী। এই রতন রাজবংশীর একটা রেকেট রয়েছে। তাই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন তার এবং তার পরিবারের। তিনি চান পুলিশ যাতে উপযুক্ত শাস্তি দেয় ঐ দোষী ব্যক্তিকে।