নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: রবিবার ২৯,জুন :: বিয়ে নয় প্রেমিকের সঙ্গে একবার দেখা করতে প্রেমিকের বাড়িতে ধরনা দিল এক নাবালিকা প্রেমিকা। প্রেমিকাকে দেখে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে বেপাত্তা প্রেমিক সহ প্রেমিকের পরিবারের সদস্যরা। নাবালিকা প্রেমিকা ধর্না দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা।
খবর পেয়ে ধুপগুড়ি থানার পিঙ্ক পুলিশ নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে ধুপগুড়ি মহকুমার মাগুরমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পাট এলাকার একজন যুবকের সঙ্গে ধুপগুড়ির এক নাবালিকা প্রেমিকার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক।
প্রেমের সম্পর্কে উভয় বাড়িতে যাতায়াত চলতো বলে দাবি করে সেই নাবালিকা। এমনকি অভিযুক্ত যুবক নাবালিকার বাড়িতে প্রায় সময় রাত কাটাতো বলে অভিযোগ।
এতদিন উভয়ের মধ্যে প্রেমের মধুর সম্পর্ক ছিল। নাবালিকার অভিযোগ প্রায় ১৫ দিন থেকে সেই যুবক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রেমিকের চিন্তায় অবসাদগ্রস্ত হয় নাবালিকা প্রেমিকা।
বৃহস্পতিবার দুপুরে নাবালিকা তার বাড়ির লোককে সঙ্গে নিয়ে সটান চলে যায় প্রেমিক যুবকের বাড়িতে এবং যুবককে কাছে পাওয়ার দাবিতে ধর্ণায় বসে।
এদিকে নাবালিকাকে দেখেই যুবকের বাড়ির লোক বাড়িতে তালা মেরে উধাও হয়ে যায়। এরপর ধুপগুড়ি থানার পিঙ্ক পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধর্নায় থাকা নাবালিকা প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।