নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাদারিহাট :: বুধবার ৩০,এপ্রিল :: চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান ডিভিশনের শান্তিপাড়া এলাকার এক শ্রমিক পরিবার। বিরল রোগে আক্রান্ত ১১ বছরের আনিকেত কুজুর-এর চিকিৎসা এবং ভবিষ্যৎ নিয়ে দিশেহারা মা ব্রিসমুনি কুজুর।
স্বামী ফুলসেন্ট কুজুর এক বছর আগে কাজের সন্ধানে কেরালায় গিয়ে নিখোঁজ হয়ে যান। শান্তিপাড়ার চা-বাগানে কাজ করে কোনোরকমে সংসার চালাচ্ছেন ব্রিসমুনি দেবী। তবে সন্তানের চিকিৎসার খরচ এবং নিখোঁজ স্বামীর খোঁজ না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
জানা গেছে, ফুলসেন্ট কুজুর নিখোঁজ হওয়ার পরেই বীরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তাঁর।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারটিকে আর্থিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান করা উচিত। আনিকেতের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এই ঘটনায় মানবিক দিক বিবেচনা করে প্রশাসন এবং সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ব্রিসমুনি কুজুর।