বিরাটের ব্যর্থতা, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে সিরিজ খোয়ালো ভারত

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ২৪,অক্টোবর :: অ্যাডিলেডেও বিরাটের ব্যর্থতা অব্যাহত। পার্থের ক্ষত ভুলে অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর প্রয়াস করেছিল গিল বাহিনী। তবে অ্যাডিলেডেও মুখ থুবড়ে পড়ল ভারত। লাগাতার দুটি ম্যাচ ভারতকে পরাজিত করে সিরিজ দখল করে নিল অস্ট্রেলিয়া।

এদিন অ্যাডিলেডে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের। ১৭ রানের বিনিময়ে ২ উইকেট খুইয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। বিরাট ০ রানের প্যাভিলিয়নের ফেরত যান, অধিনায়ক গিল খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র নয় রান করে আউট হন।

প্রয়োজনে হাল ধরেন বর্ষীয়ান অভিজ্ঞ রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার। তবে ক্রীজে থিতু হতে কিছুটা সময় নেন রোহিত। শেষ পর্যন্ত ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের ফেরত যান। শ্রেয়াস ৭৭ বলে ৬১ রান করেন।

এছাড়া বলার মত রান করেছেন অক্ষয় প্যাটেল ৪১ বলে ৪৪ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন। শেষের দিকে রানা চালিয়ে খেলে ১৮ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। স্কোরবোর্ডে রান ওঠে ২৬৪।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে খুব একটা ছন্দে ছিল না। ৫৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। দলের হাল ধরেন শর্ট এবং কনোলি। ভারতীয় বোলিংকে দুজনেই সামলে দেন। শর্ট ৭৮ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরত আসেন।

অপরদিকে কনোলি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। ৫৩ বলে ৬১ রানের একটি ম্যাচ জিতানো ইনিংস খেলেন তিনি। একসময় অস্ট্রেলিয়া ২৪৬ রানে ৫ উইকেট থেকে , মাত্র ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়।

তবে কুম্ভ হয়ে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে দেন কনোলি। ভারতের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের দখলে করে নিল অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 6 =