নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে চাঞ্চল্যকর ঘটনা। একটি বিরিয়ানির দোকানে খেতে এসে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক।দোকানদার অভিযোগ করেন, খাবার পর দোকানের কাউন্টার থেকে টাকা চুরি করে পালানোর চেষ্টা করছিল ওই যুবক। সেই সময় স্থানীয় মানুষজন তাকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় প্রশাসনকে। পুলিশ এসে যুবককে আটক করে বর্ধমান থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা বাড়ছে। বিশেষত নেশার টাকার জন্যই এলাকার কিছু তরুণ এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। যদিও কেউ কেউ ধরা পড়ছে, আবার অনেকেই থেকে যাচ্ছে অধরা।