কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক দিল্লী :: শুক্রবার ৮,আগস্ট :: আজ লোকসভায় কেন্দ্র সরকার প্রস্তাবিত আয়কর সংশোধনী বিল উপস্থাপন করলেও বিরোধী দলগুলির তীব্র আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়েছে।
বিরোধীরা অভিযোগ তোলে যে, এই বিল সাধারণ করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং কর কাঠামোতে এমন পরিবর্তন আনা হচ্ছে যা পর্যাপ্ত আলোচনা ছাড়াই চাপিয়ে দেওয়া হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ হয়েছিল এই বিলটি। তবে শুরু থেকেই এই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয় বিরোধীদের তরফে। সংসদ ওয়াকআউট করে বিরোধীরা।
কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি, আরএসপির সাংসদ এনকে প্রেমচন্দন জানান, নতুন এই বিল পুরনো বিলের তুলনায় আরও বেশি জটিল।
সরকারি সূত্রে জানা গেছে, বিরোধীদের আপত্তি ও একাধিক প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ না থাকায় বিলটি আপাতত প্রত্যাহার করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজনীয় সংশোধন এনে পুনরায় তা পেশ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।