নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: সোমবার ২৭,নভেম্বর :: ওদের কথা বলবেন না ওদের চৈতন্য হোক, আর শুভেন্দুর কথা যত কম বলা যায় ততই ভালো । আমি এসেছি রাস উৎসব দেখার জন্য, আসুন সকলে মিলে উৎসবে সামিল হই। এদিন নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির আরাধ্য দেবতা দর্শন করতে এসে এ কথা বললেন প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আর বিরোধীদের উদ্দেশ্যে বলেন ওদের চৈতন্য হোক, ভগবান শুভ বুদ্ধি দিক, এর বাইরে আর কিছু বলার নেই। তবে সিবিআই মহুয়া মৈত্র ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে মদন মিত্র কে প্রশ্ন করতেই একগাল হেতে তিনি বলেন, ওর কথা যত কম বলা যায় ততই ভালো।