সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: কাশ্মীরের পেহেলগাওয়ে ঘুরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে পর্যটকেরা। এই উদ্বেগ জনক পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বারুইপুরের মধ্যে নিরঞ্জন অ্যাপার্টমেন্টে দুই কাশ্মীরি যুবক জঙ্গী কার্যকলাপ চালাচ্ছে।
কার্যত রাজ্যের বিরোধী দলনেতার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কে কেন্দ্র করে শুরু হয়েছিল এলাকা জুড়ে উত্তেজনা এবং জল্পনা। বারুইপুরের লুকিয়ে রয়েছে কাশ্মীরি জঙ্গি! এই খবর কার্যত দাবানলের মতন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীদের উদ্বেগও বেড়ে চলেছিল। এরপর নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতার পোস্টকে কেন্দ্র করে শুরু করা হয় বারুইপুর এলাকা জুড়ে তল্লাশি।
পুলিশি তল্লাশিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী জানান, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট হয় করা। এরপর আমরা তদন্তে নামি ।
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী
আমরা ঐ এপার্টমেন্টে গিয়ে খোঁজ শুরু করি। এরপর আমরা জানতে পারি সম্প্রতি কয়েক মাস আগে মধ্যপ্রদেশের এক দম্পতি কলকাতা থেকে ওই অ্যাপার্টমেন্টে ভাড়াতে এসেছে। জানা গিয়েছে মধ্যপ্রদেশের ওই দম্পতি বিষ্ণুপুর এলাকায় একটি ৯ বিঘা জমির উপর মাছ চাষ করা ব্যবসার পরিকল্পনা করছে।
সেই জন্য ওই দম্পতি বারুইপুরে এই অ্যাপার্টমেন্টে ভাড়ায় এসেছে। দম্পতিরা কেউ কাশ্মীরের বাসিন্দা নয় এরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। উনাদের কাছ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করি এবং আমরা সেই তথ্য-প্রমাণ যাচাই করে জানতে পারি ওনারা সত্যি কথা বলছে ।
সকাল থেকে একটি ভুয়ো পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল এবং বিতর্কের জন্ম দিয়েছিল। যে বা যারা এমন ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।