নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: বুধবার ২৭,আগস্ট :: কাকিনাড়া ইউথ ফেডারেশন এর পরিচালনায় গনেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল
ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পান্ডে কে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়ঙ্গু পান্ডে কে ।বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কাউন্সিলরকে বিজেপি নেতাদের পাশে দেখতে পাওয়া তে ভাটপাড়াতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উতোর। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, আমি নিজে বিজেপি করি আমার পরিবারে আলাদা কোন দল কেউ করেনা।
কাউন্সিলর এর ওয়ার্ডের বিরোধী দলনেতা এসেছেন তাই উনি তাকে স্বাগত জানিয়েছেন। এর বেশি আর কিছু না। উনার শরীর অসুস্থ। যেদিন সুস্থ হবেন আশা করি বিজেপিতে সামিল হবেন।
যদিও ভাটপাড়া পৌরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান জ্যোতি পান্ডে লোকসভা নির্বাচনের আগে বিজেপি তে চলে গেছেন। বহুআগে দল থেকে ওনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং এটাও দাবি করেন জ্যোতি পান্ডের যে বিবৃতি দেওয়া হয়েছে ওতে মনে হচ্ছে উনি পুনরায় তৃণমূলে যোগ দিতে চাইছেন।