বিরোধী শিবিরে বড়সড় ভাঙন , শতাধিক কর্মী সমর্থকে যোগদান করল তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: ২৬ এর নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ শিবির। বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে, ঘাসফুল বাহিনী। শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থক একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে।গঙ্গাসাগরের ধসপাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে গতকাল একুশে জুলাই এর সমর্থনে একটি প্রস্তুতির সভার আয়োজন করা হয় । প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।

এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব।

প্রস্তুতির সভার শেষে সাগর বিধানসভার শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মীরা তৃণমূলে যোগদান করে। বিরোধী দলের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান সাংসদ বাপি হালদার।

এ বিষয়ে সাংসদ বলেন, বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে । এলাকায় উন্নয়ন করার জন্য এবং মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করেছে।

এ বিষয়ে তৃণমূলে যোগ দেওয়া এক কর্মী বলেন, এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা তা মানুষের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ঘাসফুল শিবিরে যোগদান করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =