নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৬,মার্চ :: আধুনিকতার ছোঁয়ায় যেখানে বিয়ের বরযাত্রী সাজে ঝাঁ চকচকে গাড়ির বহর, সেখানেই পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে অভিনব সিদ্ধান্ত নিলেন পূর্ব বর্ধমানের জেলার আউশগ্রামের নবদম্পতি।
বিলাসবহুল গাড়ির পরিবর্তে গরুর গাড়িতেই নববধূকে শ্বশুরবাড়িতে নিয়ে গেলেন বর জীবনন্দ দে। এই বিরল দৃশ্য দেখে মুগ্ধ গ্রামবাসীরা।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গোবিন্দপুর গ্রামের জীবনন্দ ও নিবেদিতার বিয়ের পর বধূবরণের এই অভিনব আয়োজন যেন গ্রামবাংলার পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনল।
সাধারণত আজকের দিনে বিয়ের গাড়িগুলো সাজানো থাকে রঙিন ফুল ও লাইটে। কোথাও দেখা যায় ঘোড়ার গাড়ি, কোথাও আবার পালকি।
কিন্তু গরুর গাড়িতে নববধূ নিয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় বিলুপ্ত।বর জীবনন্দ দে জানান, “ছোটবেলায় দাদু-ঠাকুরমার কাছে শুনেছি, আগে বিয়েতে গরুর গাড়িই ছিল একমাত্র বাহন। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং গ্রামবাংলার শিকড়ের প্রতি সম্মান জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
নববধূ নিবেদিতা মাঝিও বলেন, “এটা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। পুরনো দিনের ঐতিহ্যের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমি খুব খুশি।” নববধূকে গরুর গাড়িতে ফিরিয়ে আনার দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন গ্রামের ছোট-বড় সকলেই। মোবাইল ফোনে ভিডিও ও ছবি তুলে রাখেন অনেকেই।