নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহবান। ঘটনা ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার। যুবকের নাম বাবুলাল মন্ডল। ওই এলাকাতেই বাড়ি।
সন্ধ্যার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে। এখন পর্যন্ত টাওয়ারই রয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অবশেষে টাওয়ার থেকে নামল যুবক |