নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ২৫,অক্টোবর :: এবার বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত। নদীয়ার হরিণঘাটা থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, হরিণঘাটা থানা এলাকার একটি হোটেলের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবক ঘোরাফেরা করছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে যুবককে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার করে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ দু রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্র মারফত খবর পায় অভিযুক্তর বাড়ি আমেদাবাদ। এদিন অভিযুক্তর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে ওই যুবকের কাছে কিভাবে এই আগ্নেয়াস্ত্র এলো এবং কি তার উদ্দেশ্য ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি সমাজের দুর্নীতি দমন করতে পুলিশ লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে, এর আগেও একাধিকবার আগ্নেয়াস্ত্র সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবার পুলিশের আরও বড়সড় সাফল্য। অপরাধ করার আগেই আরো এক অপরাধীকে গ্রেফতার করল পুলিশ।

