নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৪,মার্চ :: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের অভূতপূর্ব প্রয়াস দেখা গেল । বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠল বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীরা। সংগঠনের এই উদ্যোগ তাদের মনে রঙিন স্বপ্নের রং আরও গাঢ় করে তুলল।
উৎসবের আয়োজন ছিল একেবারে অভিনব। বসন্তের আবহে রঙিন সাজে সজ্জিত হয়ে খুদেরা একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। কেউ আবৃত্তি করল প্রাণবন্ত কণ্ঠে, আবার কেউ আঁকলো রঙিন ছবি। তাদের প্রতিভার স্বতঃস্ফূর্ত প্রকাশে মুগ্ধ হন উপস্থিত সকলেই।
উদ্যোক্তাদের বক্তব্য, “বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের মনেও থাকে রঙিন স্বপ্ন। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং আনন্দের সঙ্গে মেলবন্ধন ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য”।