নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার কাশমলি জিপি র পারবাক্সী তে, রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন এর মাঠে,খ্যাতি সম্পন্ন ফুটবল কোচ তমাল চ্যাটার্জি প্রশিক্ষণ দিচ্ছেন।
স্পেশাল অলিম্পিক ভারত এর আয়োজনে , রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন এর , বিশেষ চাহিদা সম্পন্ন চিরনবীন এর আবাসিক হোমের মেয়েরা, আন্তর্জাতিক ফুটবল খেলার জাতীয় পর্যায়ের প্রথম অনুশীলনে অংশ নিতে যাচ্ছে বলে জানান হোমের সুপার শ্রাবন্তী সিনহা আমাদের প্রতিনিধিকে।
আগামী বাইশ থেকে একত্রিশ জানুয়ারি দশ দিনের ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশ এর গোয়ালিয়রের সি ডি এসে বলে জানান অশোক চাকি। ইতিমধ্যে চিরনবীনের মেয়েরা আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যের বিভিন্ন স্তরের খেলাধুলায় খ্যাতি অর্জন করেছে ,
বিদেশে ও দেশের প্রবিত্র জন্ম ভূমিতে, মাটিতে সুনাম অর্জন করেছে দেশবাসীর হয়ে। বিশেষ চাহিদা সম্পন্ন জনদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে দিবারাত্রি পর্যায়ক্রমে সুদীর্ঘ অনুশীলন দিয়ে চলেছেন চিরনবীনের বিভিন্ন স্তরের কর্মীদল বলে জানান সাধারণ সম্পাদক তন্ময় সাউ ।
তাদের অসাধারণ উদ্যোগ সুদীর্ঘ ইতিহাস কে আরো এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতার আহ্বান জানান, সকলকে শুভেচ্ছা ও শুভকামনা সহ অভিনন্দন জানান সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা তাদের মধ্যে বিশিষ্ট তাৎক্ষনিক কবি উত্তম পাল, পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন দলনেতা সৌরভ রায়,
সমাজকর্মী ও পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা, নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ মাল ও জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক প্রমুখ

