বিশেষ মিষ্টি কারিগর দিয়ে ৫১ ভোগের জন্য বানালেন ৫১ কেজির লাড্ডু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা  :: মঙ্গলবার ১৯,সেপ্টেম্বর :: বলা সোজা । করা কঠিন। লাড্ডু ছোট হলে ফাটে না। বড় হলেই ফেটে যায়। সত্যি বড় কঠিন। যাঁরাই চেষ্টা করেছেন লাড্ডু হয়নি। হয়ে গেছে অর্ধচন্দ্রাকার মিহিদানার সমাহার।

শম্ভু মহান্তি সে কথা মাথায় রেখে বিশেষ মিষ্টি কারিগর দিয়ে ৫১ ভোগের জন্য বানালেন ৫১ কেজির লাড্ডু। একটা লাড্ডু রাখার জন্য একটা স্ট্যান্ড তৈরি করা হল। ৫১ কেজির লাড্ডু হল গোল । একা চাগানোই যে মুস্কিল। শম্ভু বলেন , ” এটা করা চাট্টি খানি ব্যাপার নয়।

গত বছরে করেছিলাম। এবছর আরও ইমপ্রুভ করেছি। আশা করি গণেশ বাবাজি আর জনগণের পছন্দসই হয়েছে।” এইরকম এক ঘটনা ঘটল আজ কলকাতার টালিগঞ্জ এলাকায় সমাজসেবক শম্ভু মহান্তির হাত ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − two =