নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: বৃহস্পতিবার ১৯,সেপ্টেম্বর :: বিশ্বকর্মা পুজোর বিসর্জনের বাজি থেকে আগুন ছিটকে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল কাঁথি থেকে শৌলা যাওয়ার রাস্তার পাশে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ট্রাক মালবাহী গাড়ি। খবর পেয়ে দমকমের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পুজোর বিসর্জন উপলক্ষ্যে বাজি ফাটানো হচ্ছিল কাঁথি’র জগন্নাথপুর গ্রামের প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী রবীন্দ্রনাথ শ্যামল ও রামপদ জানা’র বাড়ির অদূরে। সেই আগুন ছিটকে এসে পড়ে বাড়ির পাশে ফেলে রাখা প্লাস্টিকের ঝুড়িগুলিতে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে দাঁড়ানো গাড়িতে। এই গাড়ির তেল ট্যাঙ্ক ফেটে গিয়ে আরও দুটি গাড়ি আগুনের গ্রাসে চলে যায়।
ঘটনার খবর পেয়েই এলাকাবাসীরা ছুটে আসে। তবে আগুনের লেলিহান শিখায় কেউ ধারে কাছে যেতে সাহস পাচ্ছিল না। এরপরেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তাঁরা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন দিব্যেন্দু অধিকারী।