নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: আগামীকাল বিশ্বকর্মা পুজো। আর তার পরেই পড়বে পুজোর ঢাকে কাঠি । তারপরে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু পুজোর আগে মন ভালো নেই দক্ষিণ ২৪ পরগনা ক্ষুদ্র ও মাঝারি শিল্প সঙ্গে যুক্ত থাকা মালিক ও কর্মীদের।
কার্যত দক্ষিণ ২৪ পরগনা জেলাতে মুখ থুবড়ে পড়েছে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্প। কলকারখানার গেটে ঝুলেছে তালা , কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক। জেলাতে মৃত প্রায় ক্ষুদ্র থেকে মাঝারি শিল্প।
সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পের মালিকেরা। দক্ষিণ ২৪ পরগনা ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে পরিচিত কিন্তু সেখানেও কর্মীদের মধ্যে বিশ্বকর্মা পূজার আগেও আক্ষেপের সুর।