বিশ্বকর্মা প্রতিমার কাজ চলছে জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কুমারটুলিতে, এখন শুধুই ব্যস্ততা মৃৎশিল্পীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: বুধবার ১৩,সেপ্টেম্বর :: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের দত্তপাড়া এলাকাযর মৃৎশিল্পী গৌরাঙ্গ শীল জানান, “লকডাউনের জেরে প্রতিমা বিক্রি ও বায়না না পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল।

লকডাউন শিথিল হয়েছে পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক ও বিশ্বকর্মা পুজোর দিন এগিয়ে আসর আগে থেকে বিভিন্ন ক্লাব অন্যান্য কারখানা দোকান বড় বড় বাড়ি বিভিন্ন ক্ষেত্রে ছোট-বড় নানান ধরণের বিশ্বকর্মা প্রতিমা বায়না করে যাচ্ছেন, ১৬ তারিখে ডেলিভারি দিব তাই শেষ প্রস্তুতি চলছে, আমাদের দিকে ভগবান মুখ তুলে তাকিয়েছেন”।

এই কুমোরটুলিতে ১০০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা অব্দি বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি সাইজের বিশ্বকর্মা প্রতিমা তৈরীর প্রস্তুতি চলছে। জানা গেছে এই মৃৎশিল্পী তার নিজের হাতে রাত দিন এক করে ঘেমে নেয়ে প্রায় ৪০টির অধিক প্রতিমা তৈরি করছেন তাই এখন তাদের নাওয়া খাওয়ার সময় নেই ।

সপ্তাহের অন্তেই আগামী পাঁচ দিন পর তথা ১৮ই সেপ্টেম্বর কারিগরি দেবতা বিশ্বকর্মার পুজো ।তার আগেই বিভিন্ন জায়গা থেকে বায়না করা প্রতিমা ও বাজারে বিক্রি করবার জন্য প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + two =