বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে হলদিবাড়িতে শোভাযাত্রা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে হলদিবাড়িতে শোভাযাত্রা । শুক্রবার মুসলিম ধর্মপ্রাণ মানুষ, হলদিবাড়ি হুজুর সাহেবের ইসালে সাওয়াব কমিটি ও আলজামিয়াতুল একরামিয়া সিনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো ।শোভাযাত্রাটি হলদিবাড়ি মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, পুনরায় হলদিবাড়ি মাজার শরীফ প্রাঙ্গনে এসে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে। শোভাযাত্রা শেষে মাজার প্রাঙ্গনে বিভিন্ন বক্তা নবীর জীবন ও মতাদর্শ নিয়ে আলোচনা করেন । পরিশেষে উপস্থিত সকলের মধ্যে “তোবারক” বিতরণ করা হয় ।

এদিনের শোভাযাত্রায় উপস্থিত হলদিবাড়ি হুজুর সাহেবের “একরামিয়া ইসালে সাওয়াব” কমিটির সম্পাদক লুৎফর রহমান জানান – শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে হলদিবাড়ি ব্লকের বেশ সংখ্যক মসজিদের সাড়া পাওয়া গেছে ও সুষ্ঠুভাবে আজকের শোভাযাত্রা সম্পন্ন করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + seventeen =