নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ৪,মার্চ :: বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বিক্ষোভ, উপাচার্যের গাড়ি আটকে উত্তেজনা। বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে চাকরি ও বেতন ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দাবি, বিশ্ববিদ্যালয়ে বাইরের লোক নিয়োগ করা হচ্ছে। উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা করছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।