নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বিশ্বভারতীর হোস্টেল খোলা সহ ৩ দফা দাবীতে অবস্থান বিক্ষোভ অব্যাহত- , সমস্ত ভবনে বন্ধ ক্লাস।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খুলেছে, কিন্তু বন্ধ রাখা হয়েছে হোস্টেল। তাতেই প্রবল সমস্যায় পড়েছেন পড়য়ারাএই নিয়ে আজ বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা।হোস্টেল খোলার দাবির পাশাপাশি অনলাইনে পরীক্ষার দাবি তোলা হয়।ফের পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী।বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের আজ তৃতীয় দিনেও অবস্থান বিক্ষোভ অব্যাহত। তাদের দাবী আদায়ে পড়ুয়ারা অনড়।