নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর হোস্টেল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে পড়ুয়ারা। বিশ্বভারতীর পঠন-পাঠন স্বাভাবিক হলেও হোস্টেল এখনো পর্যন্ত খোলা হয়নি তাতেই অসুবিধায় বিশ্বভারতীর পড়ুয়ারা। আজ সকালে শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিস বলাকা গেটের থেকে ভাষা ভবন পর্যন্ত মিছিল বিক্ষোভ প্রতিবাদ করে পড়ুয়ারা।
প্রসঙ্গত সবকিছু স্বাভাবিক হলেও শান্তিনিকেতনে পড়ুয়াদের প্রচুর চড়া দামে ঘর ভাড়া দিতে হচ্ছে পড়ুয়াদের,এতেই নানা অসুবিধার সম্মুখিন পড়ুয়ারা। শতাধিক স্নাতক স্তরের পড়ুয়ারা ভাষা ভবন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।ক্রমেই হোস্টেল খোলার দাবি জোরদার হচ্ছে ।