ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২২,জুলাই :: কমবেশি আমরা সবাই মাছ খেতে ভালোবাসি। কথায় বলে -‘মাছে ভাতে বাঙালি।’ কিন্তু সমুদ্রের গভীরে এমন এক মাছ আছে, যার শরীর স্পর্শ করলে মুহূর্তে অনেক বড়ো প্রাণীর মৃত্যু হতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি স্টোনফিস নিয়ে।
এটি এমন একটি মাছ যেটা কেউ খায় না,বরং তার বিষ যে কোনও মানুষদেরও মৃত্যুর কারণ হতে পারে। শুধুমাত্র এই মাছ স্পর্শ করলেই চরম সর্বনাশ হতে পারে। দেখতে অনেকটা পাথরের মতো৷ এই মাছের নাম স্টোনফিশ। নাম শুনলেই মাছের আকার সম্পর্কে একটা ধারণা করা যায়।
সত্যিই অনেকটা পাথরের মতো দেখতে এই মাছ। পাথরের মতো দেখতে এই মাছটিকে কেউ স্পর্শ করলেও তার জীবন বিপন্ন হতে পারে। পাথরের মতো দেখতে বলে মানুষরা একে চিনতে পারে না এবং এর শিকার হয়। যে কোনও জীব স্টোনফিশের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে নির্গত বিষের কারণে মারা যায়। ভুলবশত কেউ এর উপর পা দিলেও মৃত্যু নিশ্চিত।
আসলে পাথর মাছের শরীর থেকে নিউরোটক্সিন নামক বিষ বের হয় যা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এটাই হলো রহস্যে ঘেরা মহা সাগরের আরেক রহস্য।